The Daily Adin Logo
সারাদেশ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফের গহীন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

টেকনাফের গহীন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজার টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জন বন্দিকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

এদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোন সূত্রে জানা যায়, সমুদ্র পথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজন এনে পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। তবে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।

উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, টেকনাফ উপকূলে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.