The Daily Adin Logo
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে আটজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

হস্তান্তরের পর রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বিজিবির তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে বিএসএফ-এর আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডারের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন: খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহের ফুলবাড়ি থানার ঢামোর গ্রামের সামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মো. সুজনের স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়ণগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে মো. ইকরামুল বিশ্বাস (২৪) এবং তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মণ্ডলের স্ত্রী রূপা রানী (২৮) এবং একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.