The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: মেজর হাফিজ

শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: মেজর হাফিজ

বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়নের বিএনপির জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ করেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একই সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে নানা ধরনের অনৈতিক কার্যক্রম চালাচ্ছেন এবং এর দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আর বোকা নয়। জনগণ শক্তভাবে সব অন্যায় দমন করবে। আওয়ামী লীগের সঙ্গে আলাপ করে কিছু সংখ্যক দল পিআর পদ্ধতিতে ভোট চাইতে চায়। এই দেশে জনগণ কোনো মার্কা নয়, ব্যক্তিকে ভোট দেবে। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশের পরিচালনার রায় জনগণই দেবে।’

উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, উপজেলা বিএনপির নেতা সোহেল আজিজ শাহীন, শফিউল্লাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.