The Daily Adin Logo
সারাদেশ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

১৭ দিন ধরে কর্মবিরতিতে আইএলএসটি কর্মচারীরা, শিক্ষা কার্যক্রম ব্যাহত

১৭ দিন ধরে কর্মবিরতিতে আইএলএসটি কর্মচারীরা, শিক্ষা কার্যক্রম ব্যাহত

লালমনিরহাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)’ শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ এক বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বঞ্চিত কর্মচারী ও তাদের পরিবার অসহায় জীবনযাপন করছেন বলে তারা জানিয়েছেন।

কালীগঞ্জে অবস্থিত আইএলএসটিতে গিয়ে দেখা গেছে, চলমান কর্মবিরতি বেতন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কর্মচারীরা।

কর্মবিরতির কারণে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইএলএসটির আবাসিক হলে থাকা ১৫০ শিক্ষার্থীর পাঠক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্মবিরতিতে থাকা কর্মচারীরা বলেন, ‘বেতন না পাওয়ায় ৪ সেপ্টেম্বর থেকে টানা ১৭ দিন ধরে কর্মবিরতি পালন করছি। দ্রুত বেতন প্রদানের ব্যবস্থা না করা হলে এই কর্মবিরতি চলমান থাকবে।’

ল্যাব এটেন্ডেন্স লাথিফুর রহমান জানান, ‘দীর্ঘ এক বছর ধরে এখানে কর্মরত আছি, এখনো বেতন পাইনি। পরিবার নিয়ে কীভাবে চলব তা ভাবতে পারছি না।’

পারমতি রানী রায় বলেন, ‘দীর্ঘ এক বছর ধরে বেতন না পাওয়ায় ২৪ জন কর্মচারী মানবেতর জীবনযাপন করছি। আমি পঞ্চগড় থেকে এখানে এসে কাজ করছি। আমার স্বামী নেই। সন্তানের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছি।’

প্রধান বাবুর্চি কোরআনুল আলী কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘দীর্ঘ এক বছর বিনা বেতনে চাকরি করছি। ৭ মাস অসুস্থ থাকার সময় মা মারা গেছেন। টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারিনি।’

আইএলএসটির কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয়ের আইবেস কোডের জটিলতার কারণে ৩ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী এক বছর ধরে বেতনসহ সকল সুবিধা থেকে বঞ্চিত। ফলে তারা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

এ বিষয়ে আইএলএসটির সিনিয়র ইনস্ট্রাক্টর ডা. মোজাম্মেল হক বলেন, ‘টানা কর্মবিরতির কারণে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.