The Daily Adin Logo
সারাদেশ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়া, যুবক আটক

ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়া, যুবক আটক

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে কুমার নদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে পুলিশ ও যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে ভাঙ্গার চৌকিঘাটা এলাকায় থেকে সায়মন শরীফ (২১) নামের ওই যুবককে আটক করা হয়। আটক সায়মন শরীফ ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুর শরিফের ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি রাম দা, একটি ছুরি এবং ইয়াবা সেবনের ব্যবহৃত এক রোল কাগজ উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ছিল হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা। এ উপলক্ষে প্রতি বছর ভাঙ্গার কুমার নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসলেও রাজনৈতিক অস্থিরতার কারণে গত ১৫ বছর ধরে তা বন্ধ রয়েছে। তবে প্রতি বছরই এ দিনে স্থানীয় তরুণরা ট্রলার ও স্পিডবোর্ডে আনন্দ-ফুর্তি করে।

এ বছর কয়েকটি ট্রলার ও স্পিডবোর্ডে দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়। তারা সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নদীতে ঘুরে বেড়ায়। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে মেজর সোহেলের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের একটি চৌকস দল এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে সায়মন শরীফকে আটক করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়া, যুবক আটক | The Daily Adin