The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক

ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে আটক করেছে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার জালিয়াতি মামলায় আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

আটক জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর।

এ প্রসঙ্গে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেন।’

তিনি আরও জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে পাসপোর্টে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সে বাংলাদেশ থেকে গমন না করেও ভুয়া গমন দেখিয়ে এন্ট্রি করতে গেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

তুহিন আরও বলেন, অটকের পূর্ব পর্যন্ত জুবায়ের ভারতে অবস্থানকালে বাংলাদেশী ইমিগ্রেশন সীল জালিয়াতি করছিল। আমি বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করি এবং তাকে থানায় সোর্পদ করি।

ওসি মো. শহীদ তিতুমীর জানান, দর্শনা থানায় জালিয়াতির মামলায় তাকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল-হাজতে পাঠিয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.