The Daily Adin Logo
সারাদেশ
ধুনট (বগুড়া) প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ধুনটে স্কুলের ভেতরে মাদক সেবন

ধুনটে স্কুলের ভেতরে মাদক সেবন

বগুড়ার ধুনটে স্বনামধন্য সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একজনের ধারণ করা ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ৪ যুবক ইয়াবা সেবন করছেন।

জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালি সোনাহাটাপাড়া এলাকার আমিনুল মণ্ডলের ছেলে শহিদ এলাকায় শীর্ষ মাদক কারবারি। এর আগে মাদক মামলায় তিনি বেশ কয়েকবার জেলও খেটেছেন। জেল থেকে বের হয়ে আবারও মাদক কারবারিতে জড়িয়ে পড়েন।

শুক্রবার বিকেলে সরুগ্রাম এলাকায় মাদক বিক্রি করতে এসে স্থানীয় ৩ যুবককে সঙ্গে নিয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে প্রকাশ্যে মাদক সেবন করেন। পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই মাদকসেবীরা সেখান থেকে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ‘উপজেলার মধ্যে এই এলাকা মাদকের রেড জোন। প্রায় সময়ে এখানে বহিরাগতদের দেখা মেলে। এরা সবাই এলাকার চিহ্নিত মাদক কারবারিদের সঙ্গে আসে এবং মাদক সেবন করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদকের আখড়া এমন শিরোনামে বেশ কয়েকবার নিউজ হলেও তেমন কোনো ব্যবস্থা নেয়া নেয়নি পুলিশ। অথচ মাদকের বিষয়ে জানতে চাইলে পুলিশ তৎপর রয়েছে বলে মন্তব্য করা হয়।

অভিযোগ রয়েছে, স্বপ্রণোদিত হয়ে প্রশাসন কখনো এগুলোর বিরুদ্ধে অভিযান চালায় না। এর আগেও সরুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের উপর থেকে গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ে মাদকের এমন ঘটনা নতুন নয়।’

সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘এর আগেও প্রতিষ্ঠানের ভিতরে মাদকসেবীদের আনাগোনা হতো। সেগুলো স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা করেছি। তবে ভিডিও সংক্রান্ত বিষয়ে অবগত নই।’

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.