The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারীসহ ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭নং মেইন পিলারের কাছে বিএসএফ সদস্যরা ওই ১৮ জনকে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হাতে তুলে দেয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কাজীপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন এবং আটজন বিজিবি সদস্য। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের গান্ধীনা ক্যাম্পে কর্মরত এসি সুনীল কুমারসহ আটজন বিএসএফ সদস্য।

কর্মকর্তারা জানিয়েছেন, ফেরতকৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করায় আটক হন এবং ভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাংনী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কাজীপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন বলেন, ‘ভারত থেকে ফেরত আসা ব্যক্তিরা আমাদের নজরে আনা হয়েছে। তারা প্রাথমিকভাবে নির্ধারিত স্থানে রাখা হয়েছে এবং পরিবার সদস্যদের সঙ্গে যোগাযোগের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘ফেরতকৃত নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার পৌঁছালে, তদন্ত শেষে তাদেরকে ছাড় দেওয়া হবে। তবে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের নিরাপত্তা ও প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

এই পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্ত নিরাপত্তা সংস্থা সীমান্তে সমন্বয় এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন: 

  • পটুয়াখালীর পুকুরজান গ্রামের মৃত আব্দুল কাদির হাওলাদারের ছেলে মেহেদী (২৫)
  • চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঘুঘরাঘাট গ্রামের নুর ইসলামের মেয়ে নূর জাহান (৩২)
  • নড়াইলের কালিয়া থানার বারানাইল গ্রামের ইশারাত শেখের ছেলে ফরিদ শেখ (২৭)
  • ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের জুলহাস মন্ডলের ছেলে জিসান মন্ডল (১৯)
  • একই উপজেলার লাহিঘাটা গ্রামের হাদিস ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৮)
  • রাজশাহীর পাবদাগারী থানার মহব্বতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)
  • যশোরের মূলগ্রামের আমিনুদ্দিন খায়ের ছেলে আহমেদ আলী (৩৭)
  • মৌলভীবাজারের রাইশিরে গ্রামের মৃত পুতুল দেব ছেলে লিটন দেব (৩৪)
  • একই জেলার খাসবাগান গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে মিলন কুমার বিশ্বাস (২৫)
  • মাদারীপুরের ছোটদুর থানার মৃত আব্দুল সাত্তার বেপারীর ছেলে খোকন বেপারী (৪১)
  • একই থানার মিরালান্ডি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ফকিরের ছেলে মহিউদ্দিন ফকির (২৭)
  • সাতক্ষীরার কালীগঞ্জ থানার শিয়ারা গ্রামের আশান ঢালীর মেয়ে মাজিদা ঢালী (৩৭)
  • একই জেলার তালা থানার গঙ্গারামপুর গ্রামের রবিন/রহিম ঘোষের ছেলে মিঠুন ঘোষ (৩২)
  • ভবানীপুর থানার শাটানি গ্রামের মৃত মাহিদুল ইসলামের ছেলে স্বামীম হোসেন (২৮)
  • শিকারী গ্রামের মৃত আজার আলী গাইনের ছেলে খালিদা সারদার (৪৩)
  • চট্টগ্রামের রাউজান থানার পুর্ব গুজরা গ্রামের মৃত কৈল মজুমদারের ছেলে শুভ মজুমদার (২৫)
  • মিরপুর গাবতলীর মৃত নারায়ণ চন্দ্র রাজবংশীর ছেলে সাধিন রাজবংশী (৫০)
  • কুষ্টিয়ার ভাটাপাড়া গ্রামের আলতাব শেখের স্ত্রী নাসিমা শেখ (৪১)

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.