The Daily Adin Logo
সারাদেশ
বরিশাল ব্যুরো

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বরিশালে বাসচাপায় প্রাণ গেল দুই আরোহীর

বরিশালে বাসচাপায় প্রাণ গেল দুই আরোহীর

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন বরিশাল নগরীর গড়িয়ারপাড়ে এ ঘটনা ঘটেছে। 

সূত্র অনুযায়ী জানা যায়,  নগরীর গড়িয়ারপাড়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয় নথুল্লাবাদগামী ‘শেফালি পরিবহন’-এর একটি বাস। এতে মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই কবির হাওলাদার (৪০) এবং মিনহাজ ভূঁইয়া (১৪) মারা যান।

নিহত কবির হাওলাদার বরিশাল নগরীর পুরানপাড়া এলাকার বাসিন্দা এবং মিনহাজ ভূঁইয়ার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে দুই আরোহী নিয়ে কবির হাওলাদার গড়িয়ারপাড় এলাকায় মহাসড়ক অতিক্রম করছিলেন। তখন বরিশালের নথুল্লাবাদগামী শেফালি পরিবহনের একটি বাস সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক দুই আরোহী গুরুতর আহত হন। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই চালক কবির এবং আরোহী মিনহাজের মৃত্যু হয়। অন্য আরোহী, পটুয়াখালীর গলাচিপার রেজাউল মোল্লা (৪০) আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি আল মামুন উল ইসলাম ‘রূপালী বাংলাদেশ’কে জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।’

তিনি আরও জানান, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.