The Daily Adin Logo
সারাদেশ
বগুড়া প্রতিনিধি

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আলুবোঝাই ট্রাককে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপারের মৃত্যু

আলুবোঝাই ট্রাককে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপারের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (পাথরবোঝাই ট্রাকের চালক) এবং একই এলাকার ইমরান (হেলপার)।

এ ঘটনা প্রসঙ্গে হাইওয়ে পুলিশ জানায়, রংপুরমুখী আলুবোঝাই একটি ট্রাক পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা পাথরবোঝাই ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে মিনহাজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনা নিয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.