The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ১০ ফুট লম্বা একটি ইরাবতি মৃত ডলফিন। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে। মাথা ও শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় স্থানীয় জেলেরা প্রথমে মৃত ডলফিনটি দেখতে পান।

খবর পেয়ে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ডলফিনটির মরদেহ বালুচাপা দেওয়া হয়েছে। জেলেদের ধারণা, ডলফিনটি সকালের জোয়ারে ভেসে এসেছে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০টি ডলফিনের মৃতদেহ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণগুলো এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি বলেন, ‘ডলফিনের মৃতদেহ ভেসে আসা অনেক পুরনো ঘটনা। বর্ষা মৌসুমে এগুলো বেশি দেখা যায়। উন্নত বিশ্বগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় আমাদের থেকে অনেক এগিয়ে। আসলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিনসহ সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো যতদিন কার্যকরভাবে এগিয়ে না আসবে, ততদিন এ সমস্যার সমাধান হবে না।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.