The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

রবিবার, ২২ জুন ২০২৫

আপডেট: রবিবার, ২২ জুন ২০২৫

ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ রোববার (২২ জুন) খুলছে দেশের মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামীকাল সোমবার এবং মাদ্রাসাগুলো খুলবে ২৬ জুন। দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হলেও করোনা ও ডেঙ্গু সংক্রমণের আশঙ্কায় অভিভাবকরা রয়েছেন উদ্বেগে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, আক্রান্ত ব্যক্তি থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ-মুখ স্পর্শ না করা এবং হাঁচি-কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণে নেওয়া হয়নি তেমন কার্যকর উদ্যোগ- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অধিকাংশ প্রতিষ্ঠানেই নেই পর্যাপ্ত প্রস্তুতি। ফলে অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দ্বিধায় পড়েছেন।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, ‘শুধু করোনা নয়, ডেঙ্গু নিয়েও আমাদের সতর্ক থাকতে হবে। এজন্য স্কুল-কলেজের মাঠ, শ্রেণিকক্ষ এবং আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মশার লার্ভা ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ১ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। শিক্ষাস্তর অনুযায়ী ছুটির দৈর্ঘ্য ছিল ভিন্ন। মাদ্রাসাগুলো পেয়েছে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি, সরকারি-বেসরকারি কলেজগুলো পেয়েছে ১০ দিনের ছুটি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.