The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রধান শিক্ষকদের নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের

প্রধান শিক্ষকদের নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের

২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইতে চিহ্নিত বিভিন্ন ভুল সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এসএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকের মাধ্যমে সংশোধনের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশোধনের প্রস্তাব নির্দিষ্ট ছক (NikoshBan, ১২ ফর্ম) অনুযায়ী প্রস্তুত করে হার্ড কপির পাশাপাশি সফট কপি সরকারী ইমেইল govt.sec2@moedu.gov.bd-তে পাঠাতে হবে।

এই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি চিঠির প্রেক্ষিতে জারি করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে পাঠ্যবইয়ের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সঠিক ও তথ্যবহুল শিক্ষাদান নিশ্চিত করা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে পাঠ্যবইয়ে পাওয়া ভুলগুলো নির্ধারিত ছকে উপস্থাপন করে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাঠ্যবইতে তথ্যগত ভুল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করে পরবর্তী সংস্করণে তা পরিমার্জনের উদ্যোগ নেয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.