The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

লক্ষাধিক শিক্ষক নিয়োগ: উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা

লক্ষাধিক শিক্ষক নিয়োগ: উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, যেসব প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে ব্যর্থ হয়েছেন, সংরক্ষণ করতে পারেননি, বা কোনো কারণে হারিয়ে ফেলেছেন, তারা নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিয়ে পুনরায় ই-প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে-

-সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি

-শিক্ষক নিবন্ধন সনদের সত্যায়িত কপি

-নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি

-সনদ হারিয়ে গেলে থানায় করা জিডির কপি

-সচিব, এনটিআরসিএ বরাবর তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট

আবেদন জমা দেওয়া যাবে সরাসরি, বাহকের মাধ্যমে, ডাকযোগে বা কুরিয়ারে। উল্লেখ্য, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে লক্ষাধিক শিক্ষক নিয়োগ কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে গত ৪ জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ব্যবস্থাপনায় ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই ‘অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ওই লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.