The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

‘মেমিস সেলে’ ঢুকলেই বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও

‘মেমিস সেলে’ ঢুকলেই বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও

মাদরাসা শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের জন্য এমপিও প্রক্রিয়াকরণ সফটওয়্যার  মেমিসে (এমইএমআইএস)-এ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের প্রধান  প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারী অনুমতি ছাড়া এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার এমপিও স্থগিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া মাদরাসা শিক্ষক-কর্মচারী ও অন্যান্য ব্যক্তিদের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস (এমইএমআইএস) সেলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারীরা এ আদেশ অমান্য করলে তার এমপিও স্থগিত করা হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। 

এছাড়া, কোনো প্রতিষ্ঠানপ্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত সেবার প্রয়োজন হলে মাদরাসা অধিদপ্তরের সহকারী পরিচালকের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

‘মেমিস সেলে’ ঢুকলেই বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও | The Daily Adin