The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

সোমবার, ২১ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২১ জুলাই ২০২৫

প্রাথমিক শিক্ষকদের স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ

প্রাথমিক শিক্ষকদের স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখন স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

রোববার (২০ জুলাই) থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

উপজেলা থেকে উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায়ে বদলির জন্য আবেদন করা যাবে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, যেসব সহকারী শিক্ষকরা স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে আগ্রহী, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এসব আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই করে আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুমোদন সম্পন্ন করা হবে।

আদেশে বদলির ব্যাপারে কিছু শর্ত দেওয়া হয়েছে।

সেগুলো হলো-

১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রায়ন করবেন।

৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরে তা পুনঃবিবেচনার আবেদন হিসেবে গ্রহণযোগ্য হবে না।

৪. সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহ বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.