The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

প্রথম ধাপে অনলাইনে আবেদন নেওয়া হবে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। এই ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

নীতিমালায় বলা হয়েছে, যেসব কলেজের শুধু স্থাপন অনুমতি রয়েছে কিন্তু পাঠদানের অনুমোদন নেই—সেসব প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না। আবার পাঠদানের অনুমোদনপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয়ে ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ।

খসড়া অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে করা হতে পারে ২২০ টাকা। 

একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে এ ভর্তির কাজ সম্পন্ন করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.