The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

রবিবার, ২৭ জুলাই ২০২৫

আপডেট: রবিবার, ২৭ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের ভাইভার তারিখ ঘোষণা

৪৮তম বিশেষ বিসিএসের ভাইভার তারিখ ঘোষণা

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, ৪৮তম (বিশেষ) বিসিএসের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায়। ওই দিন সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এর আগে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা মূলত স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজন করা হয়। পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর এখন ভাইভা পর্যায়ে পৌঁছেছে নিয়োগ প্রক্রিয়া।

ভাইভা-সংক্রান্ত সময়সূচি, কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.