The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

চবিতে প্রশ্নফাঁস, দুই বছর নিষিদ্ধ শিক্ষক

চবিতে প্রশ্নফাঁস, দুই বছর নিষিদ্ধ শিক্ষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশ্নফাঁসের ঘটনায় সাবেক প্রক্টর ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরীকে দুই বছরের জন্য সব ধরনের একাডেমিক পরীক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি জানা যায় সোমবার (৪ আগস্ট)।

জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ বর্ষের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে থাকা প্রশ্নপত্র হুবহু মূল প্রশ্নের সঙ্গে মিলে যায়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করা হয় এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমিনকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বে অবহেলা এবং প্রশ্নফাঁস রোধে যথাযথ সতর্কতা না নেওয়াই এই ঘটনার মূল কারণ।’

সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘ওনার যে ধরনের অপরাধ, তার জন্য শাস্তিটা একটু কম হওয়া উচিত ছিল।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘অধ্যাপক আলী আজগর চৌধুরী আগামী দুই বছরের জন্য সব ধরনের পরীক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকবেন।’

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.