The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপ করেও ছাত্রদলে সেই রাজু শেখ

খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপ করেও ছাত্রদলে সেই রাজু শেখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করা রাজু শেখকে ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।

৫১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। শুক্রবার (৮ আগস্ট) এই কমিটি ঘোষণা করা হয়।

রাজু শেখের বাড়ি গোপালগঞ্জে। তাকে নিয়ে বিতর্কের শুরু সেই সময় থেকেই, যখন তার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

এ ছাড়াও, তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, রাজু শেখ নিজের ফেসবুক টাইমলাইনে খালেদা জিয়ার একটি ব্যঙ্গচিত্র শেয়ার করে লিখেছিলেন, ‘রেডি হয়ে লাভ নেই, আমরা আপনাকেও চাই না, মানুষ এত বলদ না।’

এই পোস্টটি তিনি গত ৫ আগস্টের পর শেয়ার করেন বলে দাবি করা হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তি ছাত্রদলের মতো একটি রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে অগ্রহণযোগ্য বলছেন সংগঠনের অনেকেই।

এই বিষয়ে জানতে চাইলে রাজু শেখ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ছবি ব্যবহার করে কেউ ফেইক আইডি খুলে এমন পোস্ট করেছে। আমি নিজে এই ধরনের কিছু পোস্ট করিনি। আমি আন্দোলনে সক্রিয় ছিলাম, তাই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্টের পর আমি ছাত্রদলে যুক্ত হয়েছি, তার আগে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।’

এ ঘটনার পর থেকেই ছাত্রদলের ভেতরে প্রশ্ন উঠেছে, এমন একজন বিতর্কিত এবং অভিযোগে ঘেরা ব্যক্তিকে যাচাই-বাছাই না করে কেন কমিটিতে দায়িত্ব দেওয়া হলো? বিষয়টি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.