The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

রবিবার, ১০ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

ময়মনসিংহ বোর্ডে পাস ২১০, জিপিএ-৫ বৃদ্ধি ১৬৬ শিক্ষার্থীর

ময়মনসিংহ বোর্ডে পাস ২১০, জিপিএ-৫ বৃদ্ধি ১৬৬ শিক্ষার্থীর

এসএসসি পুনর্মূল্যায়ন

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নে মোট ২১০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬৬ জন হয়েছে।

রোববার (১০ আগস্ট) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের কাছে মোট ৪৬,৬৬৪টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদন পর্যালোচনার পর ৩ হাজার ৮টি উত্তরপত্রে নম্বর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১,৫৯০টি আবেদনে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। বাকি আবেদনগুলোতে নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট অপরিবর্তিত রয়েছে।

প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান আরও জানান, পুনর্মূল্যায়নের কারণে বোর্ডের সামগ্রিক পাশের হার ০.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিকভাবে যখন ফলাফল ঘোষণা করা হয়েছিল, তখন মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১,৪৫৬ জন। পুনর্মূল্যায়নের পর এটি বেড়ে দাঁড়িয়েছে ৬১,৬৬৬ জনে। পাশের হার শতকরা ৫৮.২২ থেকে ৫৮.৪২ শতাংশে উন্নীত হয়েছে।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগে ছিল ৬,৬৭৮ জন। পুনর্মূল্যায়নের পর তা বেড়ে হয়েছে ৬,৮৪৪ জন।

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশিত হয়। ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শুরু হয় ১১ জুলাই থেকে এবং শেষ তারিখ ছিল ১৭ জুলাই।

ফলাফলে ত্রুটির কারণ নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সাধারণত পরীক্ষার খাতা মূল্যায়নে যারা নিয়োজিত থাকেন, তাদের কিছু ভুলের কারণে এ ধরনের ত্রুটি ঘটে থাকে। প্রথম, দ্বিতীয় পরীক্ষক এবং প্রধান পরীক্ষক নম্বর পত্র হিসাব নিকাশ করে চূড়ান্ত করে বোর্ডে পাঠান।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.