The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

নারীকে নিয়ে মন্তব্য: ক্ষমা চাইলেন জবি ছাত্রদলের সদস্য সচিব

নারীকে নিয়ে মন্তব্য: ক্ষমা চাইলেন জবি ছাত্রদলের সদস্য সচিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা ও উপাচার্যকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত তার মন্তব্যগুলোতে নারীদের প্রতি অসম্মানজনক বক্তব্য থাকার অভিযোগ ওঠে।
 
সোমবার (১১ আগস্ট) মধ্য রাতে এ ঘটনায় তীব্র নিন্দার ফলে তিনি তার ফেসকুকে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।

শামসুল আরেফিন লিখেছেন, ‘কোনো ভণিতা না করে দুঃখ প্রকাশ করার একটিই কারণ, মা-বোন ধারণ ও ধারকের জায়গা আমার অস্তিত্বের আত্মপ্রকাশ। ধর্মপ্রাণ মুসলমানের প্রতিও দুঃখ প্রকাশ করছি। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি মহান আল্লাহর কাছে, যিনি অশেষ রহমত ও মাগফিরাতের আশ্রয়। দুঃখ প্রকাশ করছি যার সাথে আমার তর্ক হয়েছে উনি আমার জন্যে সঙ্গে সঙ্গেই উদিগ্ন হয়েছেন, যা একজন মহান মুসলমানের কাজ।’

দুটি কথা চিন্তা ও অনুভূতি প্রকাশের জন্যে বলছি উল্লেখ করে শামসুল আরেফিন বলেন, ‘যাদের অতটুকু পড়ার সময় নেই, আপনারা জানুন আমি দুঃখ প্রকাশ করেছি। ধর্ম-দর্শন ও চিন্তা অনুযায়ী যে যে মতাদর্শের অনুসারীই হই না কেন, আমরা মানুষ। মাতৃত্ব ও নারী একটি শ্রদ্ধা এবং সম্মানের বিষয়। যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ হয়েছে, দেশমাতৃকার জন্যে ৩০ লাখ জীবন দিয়েছে। ইজ্জত দিয়েছে ২ লাখ মা-বোন।’

তিনি আরও লেখেন, ‘যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মহান সূফীদের হাত ধরে, নিপীড়নের বিরুদ্ধে মানবতার বার্তা দিয়ে। যেখানে দেশমাতৃকার জন্যে জিয়াউর রহমান সব ছেড়ে যুদ্ধে গেছেন এবং দেশ চালিয়েছেন সততায়, সেটি আমি ধারণ করার চেষ্টা করি। আমার চিন্তার জগত তৈরির অসাধারণ অনুপ্রেরণা আপোষহীন মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার মা যিনি শৈশবে আমাকে প্রকৃতি ও সমাজের সঙ্গে পরিচয় করিয়েছেন।’

শামসুল আরেফিন লেখেন, ‘প্রত্যেকের ব্যক্তি-দর্শন আলাদা, এটি আমি সব সময় বিশ্বাস করি। এ স্বাতন্ত্র্য আমি চরমভাবে স্বীকার করি। স্মরণ করছি ২৪ এর শহিদ ভাই-বোনদের, যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বপ্ন। এ আত্মত্যাগ আমার সামান্য ভুলে, অসচেতনতায় সামান্যও ধূলিসাৎ হোক, তা আমি চাই না। স্মরণ করছি তারেক রহমানের আত্মত্যাগকে, যিনি ১৭-১৮ ঘণ্টা শ্রম দিয়ে একটি সুন্দর বাংলাদেশ চান। আমাদের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির যাদেরও অনেক প্রচেষ্টা একটি সুন্দর আগামীর ছাত্রদল গড়বার।’

‘বিনীতভাবেই শ্রদ্ধা রেখে নিবেদন করছি, আমি চিন্তা ও আদর্শে বলিষ্ঠতায় বিশ্বাসী। মৃত্যুর মুখেও সত্যের মুখোমুখি হতে অভিপ্রায় ব্যক্ত করি ও বিশ্বাস করি। দীর্ঘ ১৬ সতেরো বছরে যে নিপীড়ন দেখেছি, সে জায়গা থেকে জাতিকে একটি অবাধ ও মুক্ত বাংলাদেশে কল্পনা করি। রাজনীতি হোক উন্মুক্ত এবং সৎ-সাহসের।’

শামসুল আরেফিন শেষে আরও লেখেন, ‘আবারও দুঃখ প্রকাশ করে রাসুল (সা.) মধ্যপন্থি চিন্তাধারাকে ধারণ করে নিজেকে যেন সব সময় সংযতদের দলে পাই, সেই আশাবাদ রেখে এগিয়ে যেতে চাই।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.