The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে নতুন করে যা জানালেন এনটিআরসিএ’র চেয়ারম্যান

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে নতুন করে যা জানালেন এনটিআরসিএ’র চেয়ারম্যান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান আমিনুল ইসলামের গত সপ্তাহের ইঙ্গিত অনুযায়ী চলতি সপ্তাহেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হওয়ার কথা। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধলাখের বেশি শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে এখন জানাচ্ছেন ভিন্ন কথা।

বলছেন, সুপারিশ কবে নাগাদ হবে তা এখনও কিছুই বলা যাচ্ছে না। কারণ সবকিছুই টেলিটকের ওপর নির্ভর করছে। ফলে তাদের দিকেই তাকিয়ে আছেন তারা।

গত সপ্তাহে এনটিআরসিএ’র চেয়ারম্যানের ইঙ্গিত ছিল এই সপ্তাহের মধ্যেই এটি প্রকাশ হবে। ‘নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে’, বলেছিলেন তিনি।

অন্যদিকে এনটিআরসিএ’র সূত্রগুলোও এমনটাই জানাচ্ছিল। ফলে সুপারিশ প্রত্যাশিদের মধ্য আলোচনা উঠে চলতি সপ্তাহের মধ্যেই সুপারিশ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এও গুঞ্জন উঠে আজ মঙ্গলবারই সুপারিশ করা হবে।

তবে জানতে চাইলে গতকাল এনটিআরসিএ’র চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবারই সুপারিশ হবে এমন ধরনের তথ্যের কোনো সত্যতা নেই।

তিনি এও বলেন, ‘বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। কবে সুপারিশ করা যাবে সে বিষয়ে আমরা টেলিটকের কাছে জানতে চেয়েছি।’

‘তবে তারা এখনো কিছু জানায়নি। টেলিটকের কাজ শেষ হলে তারা আমাদের সময় জানাবে। তখন সুপারিশের দিনক্ষণ বলা যাবে’, যোগ করেন এনটিআরসিএ’র চেয়ারম্যান।

তবে এনটিআরসিএ সূত্রগুলো জানায়, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের কার্যক্রম শেষ। টেলিটকও শেষমূহুর্তে কাজ করছে। এখন শুধু সুপারিশ প্রকাশের অপেক্ষা।

গত ১৬ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় গত ২২ জুন দুপুর ১২টা থেকে। আবেদন চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলে। তবে ১৩ জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিতে পেরেছেন।

সব মিলিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেন ৫৭ হাজার ৮৪০ জন। এরমধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.