The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

রবিবার, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১৭ আগস্ট ২০২৫

৬ষ্ঠ শিক্ষক নিয়োগের সুপারিশ কেন অনুমোদন দিচ্ছে না মন্ত্রণালয়?

৬ষ্ঠ শিক্ষক নিয়োগের সুপারিশ কেন অনুমোদন দিচ্ছে না মন্ত্রণালয়?

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে।

রোববার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি বলছে, সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে সুপারিশের খসড়া তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে।

তবে কি কারণে ৬ষ্ঠ শিক্ষক নিয়োগের সুপারিশ অনুমোদন দিচ্ছে না মন্ত্রণালয় সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এদিকে রোববার (১৭ আগস্ট) রাজধানীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির বিষয়ে আলোচনা করতে সভায় বসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, এই বৈঠক থেকেই ৬ষ্ঠ শিক্ষক নিয়োগের সুপারিশ প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন ২২ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়। এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলে। ১৩ জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছে। আবেদনকারীর বয়স ৪ জুন সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি এক হাজার টাকা।

গত ১৬ জুন এই নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ চৌঠা জুন।

এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বলতে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.