The Daily Adin Logo
শিক্ষা
রূপালী প্রতিবেদক

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

কখন প্রকাশ হবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ

কখন প্রকাশ হবে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ

বেসরকারি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগেরদিনই ফাইলে শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলে এখন সুপারিশ প্রকাশের অপেক্ষমান রয়েছে।

ফলে ধারণা করা হচ্ছে, আজ মঙ্গলবার যেকোনো সময় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশ হতে পারে। তবে সবকিছু প্রস্তুত থাকলেও সুপারিশ প্রকাশ আগামীকাল বুধবারও গড়াতে পারে। সুপারিশ প্রকাশ এরপরও যেতে পারে। যদিও সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি যেকোনো সময়ই প্রকাশ করা হতে পারে।

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ ফাঁকা ছিল।

কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ৬১ হাজারের মতো প্রার্থী। তাদের মধ্যেও বয়সসহ বিভিন্ন জটিলতায় অনেকের আবেদনই বাদ পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ফলে সবমিলিয়ে এখন ৪১ হাজারেরও বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাবেন বলে সূত্রগুলো বলছে।

শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র জানায়, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হচ্ছে। আর এতে গত রোববার (১৭ আগস্ট) বিকেলে সুপারিশ ফাইলের অনুমোদন দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। এরপর গতকাল সোমবার (১৮ আগস্ট) সুপারিশ ফাইলে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

সুপারিশ প্রকাশে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব রূপালী বাংলাদেশকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ফাইল অনুমোদন করেন শিক্ষা উপদেষ্টা। মঙ্গলবার ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে।’

তবে বিভিন্ন সূত্র জানায়, প্রধান উপদেষ্টার অনুমোদন হলেও গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ-কাল না পরে প্রকাশ হবে, তা নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেছেন সংশ্লিষ্টরা। এই বৈঠকেই নির্ধারণ হবে কখন সুপারিশ প্রকাশ হবে।

একটি সূত্র বলছে, ‘বৈঠক শেষেই সুপারিশ প্রকাশ হতে পারে।’ তবে অন্য একটি সূত্র বলছে, ‘আজ নাও হতে পারে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.