The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

সব শিক্ষককে বদলির আওতায় আনতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত এবং নন-এমপিও শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আদালতের রুলের জবাব কীভাবে দেওয়া যায় সেটি নির্ধারণ করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান বলেন, ‘বেসরকারি স্কুল-কলেজে কর্মরত সব শিক্ষকের ডাটা সংগ্রহ করা হবে। মাউশির ইএমআইএস সেলের সব শিক্ষককে বদলির আওতায় আনার সক্ষমতা আছে কি না সেটি যাচাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

সভা সূত্রে জানা যায়, আদালতকে সব শিক্ষকের তথ্য সংগ্রহের বিষয়টি অবহিত করবে মন্ত্রণালয়। একইসঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চলমান রাখার বিষয়টিও অবহিত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকে গেলে বদলি বেসরকারি শিক্ষকদের বদলি আর আলোর মুখ দেখবে না। এ বিষয়টি আদালতকে অবহিত করা হবে। এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি একটা পাইলটিং প্রজেক্ট।’

তিনি আরও বলেন, ‘এটি সফল হলে পর্যায়ক্রমে সবাইকে বদলির আওতায় নিয়ে আসা হবে। তবে অনেকেই বিষয়টি বুঝতে পারছে না। আমরা আদালতকে আমাদের মতো করে জবাব দেব। চেষ্টা থাকবে যেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি যথাসময়ে শুরু করা যায়।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.