The Daily Adin Logo
শিক্ষা
রূপালী ডেস্ক

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের এই ফল প্রকাশ করা হয়।

ফল বিশ্লেষণে দেখা গেছে, ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫। এ ছাড়া একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৬টি কলেজ, আর ১৬টি কলেজে কোনো আবেদনই করা হয়নি।

জানা গেছে, পাশাপাশি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

এর আগে গত ২৮ আগস্ট একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়। ওই সময় ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছে।

দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছিল ২৫ আগস্ট। এ ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়। প্রথম ধাপের ফল গত ২০ আগস্ট রাতে প্রকাশ করা হয়েছিল।

ফল দেখবেন যেভাবে

শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট https://www.xiclassadmission.gov.bd/ থেকে ফল দেখতে পারবেন। লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এ ছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.