The Daily Adin Logo
শিক্ষা
রূপালী প্রতিবেদক

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নির্দেশনা অমান্য করায় এমপিও হারাচ্ছেন যেসব শিক্ষক

নির্দেশনা অমান্য করায় এমপিও হারাচ্ছেন যেসব শিক্ষক

নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম না রাখার অভিযোগে পাঁচ মাদ্রাসা প্রধান ও সহকারী প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। একইসঙ্গে তিন কর্ম দিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিন মাদ্রাসা প্রধান ও দুইজন সহকারী প্রধানকে এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন: নেত্রকোনার মোহনগঞ্জ উপেজলার জয়পুর জামিলাতুন উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল বাইছ, ময়মনিসংহের ফুলবাড়ীয়া উপেজলার ফুলবাড়ীয়া চান্দের বাজার বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. শামসুজ্জামান, শেরপুরের সদর উপেজলার চান্দের নগর কোহাকান্দা এম আর দাখিল মাদরাসার সুপার কে এ জে মো. ওয়ালী উল্লাহ, বরগুনার বেতাগী উপেজলার দক্ষিন বড় মোকামিয়া তাহেরিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. নজরুল ইসলাম এবং জামালপুরের ইসলামপুর উপেজলার পাড়ারচর এস এম এ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদী। 

নোটিশ বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্পের মাধ্যমে মাদ্রাসাগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়। মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম মেরামত এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল করার জন্য প্রকল্পভুক্ত মাদ্রাসায় চিঠি, টেলিফোনিক আলোচনা ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হয়। কিন্তু এ সব মাদ্রাসায় এখনও মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম মেরামত করে মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল করা হয়নি।

এমন পরিস্থিতিতে মাদ্রাসাগুলোর প্রধানদের বেতন ভাতা (এমপিও) সাময়িক স্থগিতসহ কেন স্থায়ী বন্ধ করা হবে না আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ সন্তোষজনক লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.