The Daily Adin Logo
শিক্ষা
রাবি প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচনে কোন হলের ভোটার কোথায় ভোট দেবেন?

রাকসু নির্বাচনে কোন হলের ভোটার কোথায় ভোট দেবেন?

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৯টি একাডেমিক ভবনে ১৭টি ভোটকেন্দ্র এবং ৯৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দেবেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সদস্য ও নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষণা অনুযায়ী, মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন মন্নুজান হলের শিক্ষার্থীরা। ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারিতে ভোট দেবেন শহীদ জিয়াউর রহমান হলের ভোটাররা।

ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে দুইটি কেন্দ্র থাকবে। ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে ভোট দেবেন জুলাই-৩৬ হলের শিক্ষার্থীরা এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে রোকেয়া হলের ভোটাররা ভোট প্রদান করবেন।

রবীন্দ্র ভবনে তিনটি হলের ভোট গ্রহণ করা হবে। পূর্ব-মধ্য গেট দিয়ে প্রবেশ করে ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হল, পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে ১১৯ নম্বর কক্ষে বেগম খালেদা জিয়া হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ১৩৩ নম্বর কক্ষে শহীদ হবিবুর রহমান হল এবং ১০১ নম্বর কক্ষে শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন। জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের সিএসএল ল্যাবের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে নবাব আব্দুল লতিফ হলের ভোট গ্রহণ হবে।

সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ১৩৩ নম্বর কক্ষে শের-ই বাংলা এ. কে. ফজলুল হক হল এবং ২০৮ নম্বর কক্ষে মতিহার হলের ভোট হবে। জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

এ ছাড়া, জুবেরী ভবনের পূর্ব হল রুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হল রুমে শাহ মখদুম হলের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা চলবে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার পুরো সময়টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.