The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

বুধবার, ১২ মার্চ ২০২৫

আপডেট: বুধবার, ১২ মার্চ ২০২৫

ছেলের সঙ্গে ‘প্রজাপতি খেলা’য় পরীমণি

ছেলের সঙ্গে ‘প্রজাপতি খেলা’য় পরীমণি

আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। ঢাকাই সিনেমার এই নায়িকা ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেম থেকে পরিণয়।  অর্থাৎ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে সংসার পাতেন এই তারকা জুটি।

এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে।

এদিকে পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায় মা-ছেলে বিছানায় শুয়ে খুনশুটি করছে আর ছেলে পরীর চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে।

শেয়ার করা ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে আরও দেখা যায়, পরী তার ছেলেকে আব্বা বলছে আর রাজ্য বিছানায় শুয়ে থেকে পরীর কপালে, গালে, চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছে।

ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমাদের প্রজাপতি খেলা’। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরী আর রাজ্যর খুনশুটি দেখে বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘পরীর ডানাগুলোকে আল্লাহ নেক হায়াত দান করুক আমিন।’ আরেকজনের ভাষ্য, ‘মা ছেলের ভালোবাসা দেখতে খুব সুন্দর লাগছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.