The Daily Adin Logo
বিনোদন
রূপালী প্রতিবেদক

রবিবার, ২৩ মার্চ ২০২৫

আপডেট: রবিবার, ২৩ মার্চ ২০২৫

ফিলিস্তিনের শিশুদের নিয়ে নাহিদ হাসানের গান

ফিলিস্তিনের শিশুদের নিয়ে নাহিদ হাসানের গান

ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনের শিশুদের ওপর সশস্ত্র সংঘাতের বিধ্বংসী প্রভাব নিয়ে সংগীতশিল্পী নাহিদ হাসান গেয়েছেন ‘ফুল’ শিরোনামে একটি গান। এই গানে তুলে ধরা হয়েছে নিরীহ শিশুদের অকালে ঝরে যাওয়ার করুণ বাস্তবতা ও তাদের বলতে না পারা নিষ্পাপ  হৃদয়ের আর্তনাদ।  

গানের কথায় নাহিদ হাসানকে বলতে শোনা যায়,  ‘আমি ফুল, গাজার মাটিতে, বোমার আঘাতে, নিষ্পাপ ঝরে যাওয়া ফুল।’  

গান প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশকে তিনি বলেন, ‘যে শিশু রাজনৈতিক বা পৃথিবীর কোনো কূটনীতির সঙ্গে জড়িত নয়, সে কেন এই সহিংসতার শিকার হবে? প্রায় চার শতাধিক মানুষকে বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, যার বেশির ভাগই শিশু। তাদের তো এখন আমাদের ছোটবেলার মতো শৈশব কাটানোর কথা ছিল; অথচ তারা প্রতিদিন আতঙ্কে নিঃশ্বাস নিচ্ছে!এই সহিংসতা যেন দ্রুত থেমে যায় এটাই আমাদের প্রত্যাশা।’  

আমজাদ হোসেনের সংগীতায়োজনে একটি করুণ ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে সু-গান ইউটিউব চ্যানেলে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.