The Daily Adin Logo
বিনোদন
রূপালী ডেস্ক

সোমবার, ০৭ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন টাইটানিকের কেট

বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন টাইটানিকের কেট

বিশ্বখ্যাত সিনেমা ‘টাইটানিক’ চলচ্চিত্রের জন্য পৃথিবীব্যাপি সমাদৃত হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বড় পর্দা ও ছোট পর্দায় অনেক কাজ করেছেন তিনি। কিন্তু তার নামের পাশে ঘুরেফিরে আসে ‘টাইটানিক’। ছবিটির সুবাদে এখনও অসংখ্য পুরুষের স্বপ্নের নায়িকা তিনি।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

টাইটানিক মুক্তির সময় থেকে বাংলাদেশে তাকে নিয়ে ভক্তদের  আগ্রহের কথা জানতে পেরে অভিনেত্রী কেট উইন্সলেট বলেন, ‘এত বছর ধরে আমার ছবি দেখা ও আমাকে ভালোবেসে যাওয়ার জন্য বাংলাদেশের সব দর্শক ও ভক্তকে অনেক ধন্যবাদ।’

কেট উইন্সলেট সর্বশেষ লি সিনেমাতে অভিনয় করেন। সিনেমাটিতে কেট উইন্সলেট তার আরামদায়ক, জনপ্রিয় মডেলিং কেরিয়ার ছেড়ে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রন্টলাইনে কাজ করতে শুরু করেন। তিনি ক্যামেরা হাতে তুলে নেন, যুদ্ধের বিভীষিকা, নাৎসি দখলদারিত্ব এবং কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতা লেন্সে ধারণ করেন।

তিনি নাৎসিদের ডাচাউ এবং বুখেনওয়ার্ল্ড কনসেন্ট্রেশন ক্যাম্প পরিদর্শন করে যেসব ছবি তুলেছিলেন, তা বিশ্ববাসীকে নাৎসি বর্বরতার বাস্তব রূপ দেখায়।

লি একজন নারীর সংগ্রাম, আত্মত্যাগ ও সামাজিক বাধা ভেঙে ইতিহাস রচনার এক জ্বলন্ত উদাহরণ। তার ভেতরের দ্বন্দ্ব, যুদ্ধক্ষেত্রে নারীর উপস্থিতি নিয়ে লড়াই, এবং নারীর সম্মান পুনরুদ্ধারের প্রচেষ্টা—এসবই সিনেমায় সুন্দরভাবে ফুটে উঠেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.