The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

সোমবার, ২১ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২১ জুলাই ২০২৫

কী চায় এই নির্মম শহর আমাদের সন্তানদের থেকে?: পলাশ নুর

কী চায় এই নির্মম শহর আমাদের সন্তানদের থেকে?: পলাশ নুর

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন দেশের অন্যতম জনপ্রিয় হার্ড-রক ও হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজের ভোকালিস্ট ও বংশীবাদক পলাশ নুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগ ভরা স্ট্যাটাসে নিজের ভেতরের অসহায়ত্ব, ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করেন এই শিল্পী।

পলাশ নুর লেখেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে… কী ভয়ংকর মর্মান্তিক দুর্ঘটনা! আল্লাহ্‌ই জানেন, কত শিশুর কী অবস্থা! বুকটা ছিঁড়ে যাচ্ছে ভাবতেই! শিশুরা তো কত স্বপ্ন বুকে নিয়ে স্কুলে গিয়েছিল!’

তিনি আরও বলেন, ‘উফ্! হে আল্লাহ্, তুমি সব জানো, সব দেখতে পাও। সব শিশুদের হেফাজত করো, আহতদের রক্ষা করো, বাঁচাও তাদের জীবন। এমন ভয়াবহতা যেন আর কোনো মা-বাবার কপালে না আসে।’

শুধু দুর্ঘটনার কথাই নয়, শহরের আরও নানা নির্মম ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘কখনো বাস চাপা দিয়ে মরে আমাদের সন্তান, কখনো মাথার উপর ভেঙে পড়ে ভবন, কখনো নিজের অধিকার চাইতে গিয়ে গুলিতে ঝরে পড়ে তরতাজা প্রাণ। কখনো পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিঃশব্দে নিঃশেষ হয় তারা, কখনো আবার নিজের বাড়ির ছাদে খেলতে খেলতেই গুলি খায়… আর আজ? আজ স্কুলের ভেতর বসেই একটি প্লেন এসে আছড়ে পড়ে তাদের উপর! কী অপরাধ তাদের? কী চায় এই নির্মম শহর আমাদের সন্তানদের থেকে?’

এই শিল্পী নিজের মেয়ের কথাও তুলে আনেন লেখায়। জানান, বাবা হিসেবে আজ তিনি নিজেই ভীত, উদ্বিগ্ন। ‘আমি এখন নিজের মেয়েকে নিয়েও ভয় পাই। কোথায় রাখি তাকে? কোথায় দিলে বলব, এখানে তুই নিরাপদ? এই দেশে, এই শহরে, এই বাস্তবতায় আমি তার নিরাপত্তা দিতে পারি না… এই অসহায়ত্ব, এই ব্যথা… আমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে।’

লেখার শেষদিকে পলাশ নুর লিখেছেন, ‘আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি… হে আল্লাহ্, কই তুমি? এই মৃত্যুর মিছিল কবে থামবে?’

সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুই শিক্ষার্থী নিহত ও বহু আহত হন। দুর্ঘটনার ভয়াবহতায় দেশজুড়ে তৈরি হয়েছে শোকের ছায়া।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.