The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

‘যাই… সমুদ্র ডাকে’

‘যাই… সমুদ্র ডাকে’

আগেই ছিল রহস্যেভরা স্ট্যাটাস- ‘সমুদ্রস্নানে যাব…’, আর এবার সেই কথারই যেন দৃশ্যরূপ দিলেন ঢালিউডের আলোচিত নায়িকা। সোমবার সন্ধ্যায় নিজের প্রোফাইলে শেয়ার করলেন একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, প্লেনের জানালার ধারে বসে আকাশপানে তাকিয়ে আছেন চিত্রনায়িকা পরীমণি। 

চিত্রনায়িকা পরীমণি। ছবি- সংগৃহীত

ভিডিওতে দেখা যায়, গোধূলিলগ্নের রক্তিম আকাশের নিচে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের চাকা তখনো মাটি ছেড়ে পুরোপুরি উড়াল দেয়নি। তবে যাত্রা শুরু ঠিকই করে ফেলেছেন  পরীমণি। 

পরীমণির শেয়ার করা ভিডিওর দৃশ্য। ছবি- সংগৃহীত

ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘যাই… সমুদ্র ডাকে…’। পোস্টটা মুহূর্তেই ভাইরাল! এখন ভক্তদের প্রশ্ন, এই যাত্রায় কে আছেন তার পাশে? তিনি কি কেবল এক সহযাত্রী, না কি সেই ‘বিশেষ কেউ’, যাকে নিয়ে পরীমণির সাম্প্রতিক স্ট্যাটাস ঘিরে ভক্তদের কল্পনায় আগুন লেগেছে?

সম্প্রতি নিজের একক ভ্রমণ আর স্টাইলিশ উপস্থিতি দিয়েই বারবার আলোচনায় এসেছেন পরীমণি। কিন্তু এবার যেন বিষয়টা একটু ব্যক্তিগত, মনস্তাত্বিক, আর একটু বেশিই আবছা রহস্যে মোড়া।

তবে একটাই সত্য- সমুদ্র যে সত্যিই ডাকছে, সেটা আর অস্বীকার করার উপায় নেই। ঢেউয়ের পেছনে ছুটে চলা এই তারকার সফরের পরবর্তী গন্তব্য কোথায়, কে থাকছেন তার সঙ্গে। 

চিত্রনায়িকা পরীমণি। ছবি- সংগৃহীত

সেসব প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে নোনা জলের ধারে, সেই নির্জন সৈকতে। আর ততক্ষণ পর্যন্ত, গসিপপ্রেমীরা শুধু ভাসতে থাকুক এই রহস্যের জোয়ারে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.