The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

কত টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ‘নোংরা’ মোজা?

কত টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ‘নোংরা’ মোজা?

কোনো তারকা যখন কিংবদন্তি হয়ে যান তখন তার রেখে যাওয়া ছোট ছোট জিনিসও হয়ে ওঠে গহনার চেয়ে দামি। আর সেই তারকা যদি হন পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তাহলে তো কথাই নেই! এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একজোড়া পুরোনো, খানিকটা ‘নোংরা’ মোজা, সম্প্রতি যা বিক্রি হয় মোটা অঙ্কের বিনিময়ে।

১৯৯৭ সালের এক কনসার্টে এই মোজা পরে স্টেজ মাতিয়েছিলেন ‘কিং অব পপ’। শো শেষে সেই মোজাটি নাকি পড়ে ছিল ড্রেসিং রুমের সামনে, চোখে পড়ে এক স্থানীয় দর্শকের। 

 মাইকেল জ্যাকসনের সেই মোজা। ছবি- সংগৃহীত

তখন কে জানত, ২৮ বছর পর এই মোজাই হয়ে উঠবে কালেকটরদের কাঙ্ক্ষিত সম্পদ! শেষ পর্যন্ত তা-ই হলো—এক ভক্ত এই পুরোনো মোজাজোড়া কিনে নিয়েছেন প্রায় ৮ হাজার ডলারে, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় দশ লাখ টাকা! 

অরোর ইলি নামের এক নিলামকারী সংস্থা জানায়, মোজা বিক্রির জন্য তারা শুরুতে ভাবেনি এত দাম উঠবে। সর্বোচ্চ ৪,৫০০ ডলার পর্যন্ত অনুমান করেছিল তারা। কিন্তু ভক্তদের আবেগের কাছে টিকতে পারেনি কোনো হিসেব-নিকেশ।

মাইকেল জ্যাকসন। ছবি- সংগৃহীত

মজার ব্যাপার হলো, মোজাটিতে নাকি হালকা হলদে দাগ ছিল। পুরোপুরি ‘পরিষ্কার’ বলা যাচ্ছে না। তাও সেটি কিনেছেন এক ভক্ত। যিনি জানিয়েছেন, এটা তিনি পাবলিক প্রদর্শনীতে রাখবেন। মাইকেলের ‘ঘাম ঝরা’ স্মৃতি দেখতে চাইলে সেখানে যেতে হবে ভক্তদের!

একসময় যেই মোজা হয়তো জ্যাকসনের পায়ে উঠে মঞ্চ কাঁপিয়েছিল, সেই মোজা এখন ভক্তদের হৃদয়ে ঝড় তোলে। নোংরা হোক বা নতুন, প্রিয় তারকার ছোঁয়া থাকলেই সেটি হয়ে ওঠে ‘অমূল্য’।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.