The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

‘ভালোবাসায় ভীত’ অনীত! কী বললেন ‘সাইয়ারা’র নায়িকা?

‘ভালোবাসায় ভীত’ অনীত! কী বললেন ‘সাইয়ারা’র নায়িকা?

বলিউডে সবে পা রেখেছেন, আর প্রথম ছবিতেই যেন বাজিমাত করে দিলেন অনীত পাড্ডা। ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন সিনেমাহলে, আর অনীত? তিনি তো হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার হার্টথ্রব! লম্বা লিস্ট ভক্তদের, ইনবক্স ভর্তি প্রশংসা, রিলস-কমেন্টে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনুরাগীরা।

তবু এই সাফল্যের মধ্যেই কোথা থেকে যেন ভয় ঢুকেছে অনীতের মনে। সেই ভয়ও আবার কী জানেন? ভক্তদের ভালোবাসা নিয়েই। ইনস্টাগ্রামে একগুচ্ছ আবেগঘন ছবি পোস্ট করে এই ‘নতুন ক্রাশ’ লিখেছেন, ‘‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি... কিন্তু ভয় পাচ্ছি -এই ভালোবাসার ও প্রত্যাশার ভার আমি বইতে পারব তো?’

তার কথা শুনে ভক্তরা বলছেন -এই যে এত সরল কথা, এত খাঁটি আবেগ, সেটাই তো অনীতকে আলাদা করে তোলে। কারও চোখে তিনি ইতিমধ্যেই ‘নতুন বলিউড কুইন’, তো কারও ভাষায় -‘আমার প্রথম এবং শেষ ক্রাশ, অনীত!’ কেউ লিখেছেন, ‘আপনার এই সরল মনের জন্যই আমরা আপনার প্রেমে পড়েছি।’

ভক্তদের ভালোবাসা পেয়ে অনীতও দারুণ কৃতজ্ঞ। লিখেছেন,’আমার যা আছে, হয়তো খুব সামান্য। কিন্তু তা পুরোটাই আপনাদের জন্য।’

কাজেই শুধু অভিনয়ে নয়, ভক্তদের সঙ্গে এই মানসিক বন্ধনেই যেন বাজিমাত করছেন অনীত। একরকম ‘ভয়’ দিয়েই তিনি আরও ভালোবাসা কুড়োচ্ছেন! বলিউডে হয়তো আরেকটা নতুন ‘সুইটহার্ট’ তৈরি হয়ে গেল -নাম অনীত পাড্ডা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.