The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

রবিবার, ১০ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

ছোটবেলা থেকে জানতামও না অভিনেতা হব: নিশো

ছোটবেলা থেকে জানতামও না অভিনেতা হব: নিশো

অভিনেতা আফরান নিশো সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় নিজের জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল এয়ারফোর্সে যোগ দেওয়া, কিন্তু প্রেমিকার ভয়ভীতি আর পরিবারের নানা পরামর্শে সেই স্বপ্ন ভেঙে যায়। বাবার ইচ্ছা ছিল তিনি আর্মড ফোর্সে যোগ দেবেন, মায়ের চাওয়া ছিল ডাক্তার হবেন, আর পাশের বাড়ির আন্টি বলতেন ইঞ্জিনিয়ার হওয়া ভালো। এসব কথা মাথায় রেখেই পরের দিকে নানা পরিকল্পনা করছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন অভিনেতা, যা নিজেও কখনো ভাবেননি। 

 আফরান নিশো। ছবি- সংগৃহীত

নিশো শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি ছোটবেলা থেকে জানতামও না আমি অভিনেতা হব। প্রথম নিজেকে জিজ্ঞেস করো, তোমার সবচেয়ে সুন্দর মুহূর্ত কীভাবে কাটে, তুমি আসলে কী করতে চাও? অনেক সময় ৫০ শতাংশ মানুষই জানে না তারা কোন পথে যাবে। তাই নিজের আরাম ও ভালো লাগা খুব গুরুত্বপূর্ণ।’

তার গেম খেলা আর পুরোনো গাড়ির প্রতি আগ্রহের কথাও তিনি শেয়ার করেন। তবে আলোচনার শেষে তিনি নিজের হাঁটুর সমস্যার কথাও জানালেন, ‘আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, আমাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। এটা এখন বললাম, আগে কাউকে বলিনি। অনেকেই হয়তো বলবে, তোমার তো পা ভাঙা, তাই আমাকে কাজে নেবে না।’

 আফরান নিশো। ছবি- সংগৃহীত

তিনি আরও বলেন, ‘আমি পড়ালেখা শেষ করে অনেক আশা নিয়ে হয়ে গেছি অভিনেতা, যেটা আমি কখনো ভাবিই নাই। কিন্তু যখন অভিনয় শুরু করি, সে বিষয়ে আমি অনেক সিরিয়াস থাকার চেষ্টা করি। কারণ এটা প্রথম প্যাশন ছিল এখন আমি প্যাশনের সঙ্গে আমি পেশাদার অভিনেতা। দুইটা দুই জিনিস। একটা ভালো লাগা, ভালোবাসা আরেকটা হচ্ছে জীবিকা। এটা (অভিনয়) দিয়েই আমি পেট চালাই।’

অভিনেতা নিশোর সাম্প্রতিক কাজ ‘দাগি’ সিনেমা, আর আগামী পবিত্র ঈদে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় তার অভিনয়। পা ভাঙা থাকার পরও নিজের প্যাশন আর পেশায় তিনি নেমেছেন মন দিয়ে কাজ করতে, যা তরুণদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠছে।

আফরান নিশো। ছবি- সংগৃহীত

এ প্রসঙ্গে মজা করে নিশো বলেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.