The Daily Adin Logo
বিনোদন
রূপালী ডেস্ক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

চমক দেখালেন নোরা ফাতেহি

চমক দেখালেন নোরা ফাতেহি

বলিউডের আইটেম সং কুইন নোরা ফাতেহি আবারও নতুন রূপে চমক দিয়েছেন। ৯ আগস্ট ইউটিউবে মুক্তি পাওয়া আন্তর্জাতিক ফিউশন গান ‘Oh Mama Tetema’-তে তাকে দেখা গেছে আলাদা মাত্রায়।

গানটি মূলত তাঞ্জানিয়ার জনপ্রিয় শিল্পী রায়ভ্যান্নির ২০১৯ সালের ভাইরাল হিট ‘Tetema’-র আধুনিক রিমিক্স ও পুনরায় উপস্থাপন। নতুন সংস্করণে যুক্ত হয়েছেন বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক বিশাল মিশ্র এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি।

‘Oh Mama Tetema’ হিন্দি, ইংরেজি ও সাওহিলি ভাষার মিশ্রণে তৈরি, আফ্রো-বংগো বিটের সঙ্গে বলিউডি ফ্লেয়ার যোগ করেছে। নোরা ফাতেহি শুধু পারফর্ম করেননি, গানটির লেখাতেও অবদান রেখেছেন।

তিনি বলেন, আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান বিটের সেতুবন্ধন গড়ে তুলবে।

নোরা ও রায়ভ্যানির কোরিওগ্রাফি, রঙিন ভিজ্যুয়ালস এবং হাই-এনার্জি পারফরম্যান্স ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। ভিডিও নির্মাণ করেছেন The Plugz Europe, প্রযোজনা করেছে T-Series।

গানটিতে শ্রেয়া ঘোষালের মেলোডিক ভোকাল নতুন মাত্রা যোগ করেছে। অনেক সংগীতবিশারদ মনে করছেন, এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলা সংগীতশিল্পীদের অবস্থান আরও দৃঢ় করবে।

‘Oh Mama Tetema’ শুধু গান নয়, এটি আন্তর্জাতিক সংস্কৃতির এক সফল মেলবন্ধনের দৃষ্টান্ত।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.