The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

আমরা ভালো আছি, দাম্পত্য জীবন প্রসঙ্গে জাহিদ হাসান

আমরা ভালো আছি, দাম্পত্য জীবন প্রসঙ্গে জাহিদ হাসান

দেশের ছোটপর্দার অন্যতম শক্তিমান অভিনেতা জাহিদ হাসান। প্রায় তিন দশক আগে জীবনের মঞ্চে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ১৯৯৭ সালে প্রেমের বাঁধন গড়েছিলেন তারা, সংসারে এসেছে দুই সন্তানও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শোবিজপাড়ায় ভেসে এসেছে ভাঙনের গুঞ্জন।

 জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবি- সংগৃহীত

এক পডকাস্টে এ নিয়েই প্রশ্নের মুখে পড়েন জাহিদ হাসান। হাসিমুখেই জবাব দেন তিনি, ‘আমরা ভালো আছি। যদিও একসঙ্গে কোথাও যাই না। কারণ আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি।’

বিয়ের পিঁড়িতে জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবি- সংগৃহীত 

তিনি আরও বলেন, ‘যারা মন্তব্য করে, তারা জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার বিচ্ছু নাটকের শো ছিল বরিশালে।’

গুঞ্জন থামাতেই তিনি স্পষ্ট করে দেন, পারিবারিক জীবনে কোনো দূরত্ব নেই। বরং সময়ের ব্যস্ততা আর তারকাজীবনের খপ্পরেই তারা একসঙ্গে অনুষ্ঠানে কম যান। তবে মৌ বেশিরভাগ সময় একাই যান অনুষ্ঠানে, আর দেশে না থাকলে জাহিদও চেষ্টা করেন হাজির হতে।

 জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবি- সংগৃহীত

এখানেই থেমে থাকেননি অভিনেতা। মজার ছলেই টেনে আনেন নিজের অতীত প্রেমের প্রসঙ্গ। অকপট কণ্ঠে বলেন, ‘আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ সে আমাকে বলল, এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। দেখি, তার হাতে অনেকগুলো চিঠি।’

অভিনেতার সেই পুরোনো প্রেমিকার সঙ্গেও একসময় একাধিক নাটকে কাজ করেছেন তিনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কাজ করা হয়নি। অনুষ্ঠানেও দেখা হলে তারা কথোপকথন এড়িয়ে যান। 

জাহিদের ভাষায়, ‘তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা করা হয়। সেটা করতে চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও খুব ভালো আছে। এটাই বড় কথা।’

অভিনেতা জাহিদ হাসান ও  অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছবি- সংগৃহীত

দাম্পত্যজীবন নিয়ে নানা জল্পনা থাকলেও জাহিদ-মৌয়ের দীর্ঘ সম্পর্কের সুর এখনো অটুট। ব্যস্ততার কারণে একসঙ্গে কম দেখা দিলেও সম্পর্কের বন্ধন যে দৃঢ় তা নিজের মুখেই যেন প্রমাণ দিলেন অভিনেতা।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.