The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

শাহরুখপুত্র আরিয়ানের নতুন সিরিজের সংলাপে মাদককাণ্ডের ইঙ্গিত

শাহরুখপুত্র আরিয়ানের নতুন সিরিজের সংলাপে মাদককাণ্ডের ইঙ্গিত

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ফের আলোচনায়। চার বছর ধরে তৈরি করা তার প্রথম পরিচালিত সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’-এর ট্রেলার মুক্তির পর এবার সিরিজটির একটি সংলাপ ঘিরে চলছে তুমুল বিতর্ক।

ট্রেলারের শেষ দিকে দেখা যায়, গল্পের নায়ক জেল থেকে বেরিয়ে আসছেন। সেই সময় এক পুলিশকর্মী তাকে বলেন, ‘চিন্তা কোরো না, জেলের ভেতর থাকলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়।’ 

‘ব্যা***ডস অব বলিউড’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পরিবারের সঙ্গে আরিয়ান খান। ছবি- সংগৃহীত

এই সংলাপকে ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটিজেনদের একাংশের ধারণা, ২০২১ সালে আরিয়ান খানের গ্রেপ্তার ও ২৮ দিন কারাবাসের ঘটনার প্রতিফলনই এই সংলাপে তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই উপকূলে একটি বিলাসবহুল প্রমোদতরীতে তল্লাশি চালিয়ে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় এক মাস জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। সেই সময় বলিউড অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল এই মাদককাণ্ডকে ঘিরে।

‘ব্যা***ডস অব বলিউড’-এর পোস্টার। ছবি- সংগৃহীত

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে শাহরুখ খান নিজেও ছেলের এই প্রজেক্টে কণ্ঠ দিয়েছেন। সিরিজে আসমান সিং চরিত্রে দেখা যাবে এক বহিরাগত নায়ককে, যার জীবনে প্রেম, খ্যাতি আর বিতর্ক সবকিছুর মিশেল। নেটিজেনদের মতে, এই সংলাপ আরিয়ানের অতীতের ঘটনার প্রতীকী রূপ হতে পারে।

ভাই আব্রাম ও বোন সুহানার সঙ্গে আরিয়ান। ছবি- সংগৃহীত

সিরিজটির মুক্তির আগে থেকেই বি-টাউনে এটি নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়। এখন দেখা যাক, এই ইঙ্গিতপূর্ণ সংলাপ বিতর্ককে কতটা বাড়ায় কিংবা দর্শকের আগ্রহ আরও কতটা টেনে আনে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.