The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

জন্ম দিলেই আপন হয় না: সঞ্জয় কন্যার ইঙ্গিতপূর্ণ পোস্ট

জন্ম দিলেই আপন হয় না: সঞ্জয় কন্যার ইঙ্গিতপূর্ণ পোস্ট

বলিউডের প্রিন্স অব কনট্রোভার্সি সঞ্জয় দত্তের সংসারে ফের বইছে অশান্তির হাওয়া! জন্মদিনের শুভেচ্ছা আর পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতেই হঠাৎ এক পোস্টে ঝড় তুললেন তার মেয়ে ত্রিশলা দত্ত। পোস্টের ভাষা এতটাই ইঙ্গিতপূর্ণ যে, বলিউডের গসিপ মহলে শুরু হয়েছে কানাঘুষা—বাবাকেই কি তবে নিশানা করলেন সঞ্জয়-কন্যা?

পরিবারের সঙ্গে সঞ্জয় ও ত্রিশলা দত্ত। ছবি- সংগৃহীত

সম্প্রতি ইনস্টাগ্রামে ত্রিশলা একটি কার্ড শেয়ার করেন। সেখানে লেখা, ‘শুধু জন্ম দিলেই কেউ আপনজন হয়ে যায় না। রক্তের সম্পর্ক থাকলেই জীবনে জায়গা দিতে হবে এমন কোনো নিয়ম নেই। যারা বারবার কষ্ট দেয়, তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়া কিংবা একেবারে বন্ধ করে দেওয়াই মানসিক শান্তির জন্য ভালো।’

এই কয়েকটি বাক্যেই তোলপাড় নেটদুনিয়া। কেউ বলছেন, এ যেন পরিবারের অন্দরের ঝড়েরই ইঙ্গিত। কেউ আবার মন্তব্য করছেন, এটা হয়তো কেবলই এক ‘সেল্ফ হিলিং’ বার্তা।

ত্রিশলা আরও লিখেছেন, ‘পরিবার মানে কিন্তু আঘাত করার অধিকার নয়। যারা সবসময় দোষ চাপায় বা মানসিক যন্ত্রণা দেয় তাদের সুযোগ দেওয়া বন্ধ করুন। মানসিক শান্তিই আসল, পরিবারের বাহ্যিক সুনাম নয়।’

ত্রিশলা দত্তের ইন্সটাগ্রাম স্টোরি। 

জুলাইয়ে ৬৬ বছর বয়সে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। মেয়ে ত্রিশলাও তখন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আবার আগস্টে নিজের জন্মদিনে বাবার শুভেচ্ছা পেয়েছিলেন তিনি। অথচ কয়েক সপ্তাহের ব্যবধানেই এমন পোস্ট কেন? বলিউডপাড়া তাই বলছে, সম্পর্কটা কি শুধু ‘শুভেচ্ছা বিনিময়’-এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ল?

ত্রিশলা দত্ত সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে। ১৯৯৬ সালে মায়ের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে নানা-নানির কাছে বড় হয়েছেন তিনি। বলিউডের চকমকে দুনিয়া থেকে খানিকটা দূরেই থাকতে ভালবাসেন তিনি। বর্তমানে নিউ ইয়র্কে একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন এই স্টারকিড। 

নিউ ইয়র্কে হাডসন নদীর তীরে ত্রিশলা দত্ত। ছবি- সংগৃহীত

এদিকে সঞ্জয়ের বর্তমান সংসারে আছেন স্ত্রী মান্যতা দত্ত ও যমজ সন্তান শাহরান ও ইকরা। প্রথম সংসারের কন্যা ত্রিশলার সঙ্গে তার দূরত্বের গল্প নতুন নয়, তবে এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের আলোচনার কেন্দ্রে সঞ্জয় পরিবার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.