The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

বুধবার, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২৭ আগস্ট ২০২৫

এবার আইনের ফাঁদে শাহরুখ-দীপিকা, প্রতারণার অভিযোগে উত্তাল বলিউড!

এবার আইনের ফাঁদে শাহরুখ-দীপিকা, প্রতারণার অভিযোগে উত্তাল বলিউড!

বলিউডের বাদশাহ শাহরুখ খান আর পর্দার ‘পদ্মাবতী’ দীপিকা পাডুকোন এবার সিনেমার রোম্যান্স নয়, আইনি ঝড়ের মুখে। রাজস্থানের ভরতপুরের কীর্তি সিং নামের এক আইনজীবী অভিযোগ করেছেন, ২০২২ সালে যে গাড়ি তিনি কিনেছিলেন, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ-দীপিকা। 

অগ্রীম ৫১ হাজার রুপি দিয়ে বাকিটা ঋণ শোধ করে গাড়ি হাতে পান তিনি, কিন্তু অল্পদিনের মধ্যেই শুরু হয় যান্ত্রিক বিপর্যয়। অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার প্রলয় ডেকে আনতে পারত।

চলচ্চিত্রের পর্দায় শাহরুখ ও দীপিকা। ছবি- সংগৃহীত

অভিযোগ মেটাতে ব্যর্থ হয়ে কীর্তি সিং আদালতের দ্বারস্থ হন। কিন্তু কেন শাহরুখ-দীপিকার নাম মামলায়? কারণ তারা ছিলেন সেই গাড়ি সংস্থার প্রচার মুখ বা প্রতিনিধিত্বকারী, বিজ্ঞাপনে ঝলমল করতেন, আর তার প্রভাবেই এখন মামলা তাদের নামেও এসে পড়ল। একই মামলায় আরও ছয় জনের নাম রয়েছে।

বলিউড মহলে এখন গুঞ্জন, পর্দার রসায়ন নিয়ে কখনো চুম্বন, কখনো ঝড়, এবার বাস্তবের গসিপেও শাহরুখ-দীপিকা জড়ালেন। ভরতপুরের মথুরাগেট থানায় তদন্ত শুরু হলেও এখনো তারা নিজেদের অবস্থান প্রকাশ করেননি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.