The Daily Adin Logo
বিনোদন
বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আফরিন সিনথিয়া, এবার লক্ষ্য সিনেমা ও ওটিটি

আফরিন সিনথিয়া, এবার লক্ষ্য সিনেমা ও ওটিটি

২০২০ সালে শখের বসে মিডিয়ায় আসেন আদ্রিজা আফরিন সিনথিয়া। শুরুটা হয়েছিল ফ্যাশন মডেলিং দিয়ে, তবে অল্প সময়েই তিনি নাটক ও অভিনয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। বর্তমানে একাধারে তিনি অভিনয়শিল্পী ও মডেল হিসেবে কাজ করছেন।

আফরিন সিনথিয়া। ছবি - সংগৃহীত

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘দেনা পাওনা’ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র ‘ছোট বউ’-এর ভূমিকায় দেখা যেতে পারে সিনথিয়াকে। অন্যদিকে ৩১ অক্টোবর এটিএন বাংলায় প্রচার শুরু হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘সিনেমার মানুষ’, যেখানে অভিনয় করছেন তিনি। এর আগে তিনি ‘ভুল’ ও ‘আপন’ নাটকেও অভিনয় করেছেন।

আফরিন সিনথিয়া।  ছবি - সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি নিয়মিত র‍্যাম্প শোতে অংশ নিচ্ছেন সিনথিয়া। আনজারা ব্রাইডেল শুটসহ সোইবুনা ফ্যান্সি বিউটি কনসেপ্ট ও ডাজিল বাই সনিয়া ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। মিউজিক ভিডিও ‘যতন করে’তেও দেখা গেছে তাকে।

শুধু এক মাধ্যমে নয়, নিজেকে বহুমাত্রিকভাবে বিকশিত করাকেই প্রাধান্য দেন সিনথিয়া। তার ভাষায়, ‘একটি মেয়ে নিজেকে একটি মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বিকশিত করা উচিত। যেমন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্মাসি পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে নানা ধরনের কাজ করে যাচ্ছি।’

ভবিষ্যৎ পরিকল্পনায় সিনথিয়া সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজের দিকে মনোযোগী হচ্ছেন। নায়িকা হিসেবে নিজেকে আরও পরিপূর্ণ করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে নিয়মিত চর্চা শুরু করেছেন তিনি।

আফরিন সিনথিয়া।  ছবি- সংগৃহীত

এ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ৬টি পুরস্কার অর্জন করেছেন সিনথিয়া। এর মধ্যে রয়েছে: গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৫, মিরর ওটিটি অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি স্টার আইকনিক অ্যাওয়ার্ড, টেজাভ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, এনটিভি ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৫ এবং এশিয়া জুয়েলস গ্র্যান্ড লঞ্চিং অ্যাওয়ার্ড।

গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৫ হাতে আদ্রিজা আফরিন সিনথিয়া।  ছবি - সংগৃহীত

তার বহুমুখী পথচলা প্রমাণ করে দিচ্ছে, ফ্যাশন, নাটক, র‍্যাম্প কিংবা মিউজিক ভিডিও—সব জায়গাতেই নিজের অবস্থান দৃঢ় করতে চান আদ্রিজা আফরিন সিনথিয়া। আর সেই লক্ষ্যেই এগিয়ে চলছেন তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.