The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

লিংকিন পার্ক আসছে প্রতিবেশী দেশ ভারতে, বাংলাদেশে কবে? 

লিংকিন পার্ক আসছে প্রতিবেশী দেশ ভারতে, বাংলাদেশে কবে? 

আমেরিকান রক ব্যান্ড লিংকিন পার্কের পদচারণায় এবার মাততে চলেছে প্রতিবেশী দেশ ভারত। প্রথমবারের মতো তারা ললাপালুজা ইন্ডিয়া ২০২৬ উৎসবের মঞ্চে উঠতে যাচ্ছে। জানুয়ারি ২৫, ২০২৬ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠিত হবে এই মহোৎসব। 

একটি নিউজলেটারে ভক্তদের উদ্দেশে ব্যান্ডের পক্ষ থেকে পোস্টার শেয়ার করেই এই তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে উৎসবের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ১২টা থেকে।

লিংকিন পার্ক। ছবি - সংগৃহীত

ব্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা মাইক শিনোডা সেখানে জানান, ‘ভারত এমন একটি জায়গা, যেখানে আমরা অনেক দিন ধরেই বাজাতে চেয়েছি। সেখানকার ভক্তরা অবিশ্বাস্যভাবে আবেগী, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের জন্য আমাদের লাইভ শো নিয়ে যেতে।’

তাদের এই প্রত্যাবর্তন যেন ভক্তদের জন্য বিশেষ আবেগও বয়ে আনছে। কারণ, প্রধান ভোকাল চেস্টার বেনিংটনের মৃত্যুর পর একপ্রকার স্তব্ধ হয়ে পড়েছিল ব্যান্ডটি। দীর্ঘ বিরতি আর শূন্যতা কাটিয়ে বছরখানেক হলো মঞ্চে ফিরছে তারা, যা বিশ্বজুড়ে রকপ্রেমীদের মনে নতুন প্রত্যাশার স্ফুলিঙ্গ ছড়াচ্ছে।

প্রয়াত চেস্টার বেনিংটন (১৯৭৬-২০১৭)। ছবি- সংগৃহীত

এর আগে ব্যাংক অব বরোদা’র একটি পুশ নোটিফিকেশন ভাইরাল হয়, যেখানে আগেভাগেই ফাঁস হয়ে যায় যে লিংকিন পার্ক এই উৎসবের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। তবে এখনও ব্যান্ডের অফিসিয়াল প্ল্যাটফর্মে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ললাপালুজা ইন্ডিয়ার পক্ষ থেকেও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি, ফলে রকপ্রেমীদের কৌতূহল যেন আরও বেড়েই চলেছে।

লিংকিন পার্ক। ছবি- সংগৃহীত

এমন সময়ে বাংলাদেশি রকপ্রেমীদের মনে জমছে আক্ষেপ। প্রতিবেশী দেশ ভারত কিংবা নেপালে নিয়মিতই মেগাডেথ, ল্যাম্ব অব গড, স্লেয়ার বা এখন লিংকিন পার্কের মতো বিশ্বখ্যাত ব্যান্ডরা কনসার্ট করতে আসে। অথচ বাংলাদেশে সেই ধরনের আন্তর্জাতিক আয়োজনের দেখা মেলে না বললেই চলে। ২০১৬ ও ২০১৮ সালে কিছু আয়োজকের আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম সত্ত্বেও নানা জটিলতা, অনুমতির বাধা আর বাণিজ্যিক উদ্যোগের ঘাটতিতে এ দেশের তরুণ প্রজন্ম শুধু দূর থেকে তাকিয়েই স্বপ্ন দেখে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.