The Daily Adin Logo
বিনোদন
বিনোদন ডেস্ক

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

গর্ভধারণের পরিবর্তে যে কারণে সন্তান দত্তক নেন সানি লিওন

গর্ভধারণের পরিবর্তে যে কারণে সন্তান দত্তক নেন সানি লিওন

বলিউডের আলোচিত মুখ সানি লিওন আজ তিন সন্তানের মা। কিন্তু এই তিনজনের কেউই তার গর্ভে আসেনি। প্রথমে দত্তক, পরে সারোগেসি- এই দুই পথেই মা হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। অনেকের মনেই প্রশ্ন, কেন তিনি নিজে গর্ভধারণ করলেন না? সেই কৌতূহলের উত্তর মিলেছে সম্প্রতি সোহা আলি খানের এক পডকাস্টে।

 ৩ সন্তানের সঙ্গে সানি ও ড্যানিয়েল। ছবি - সংগৃহীত

পডকাস্টের শুরুতে সোহা বলেন, ‘আজকের পর্বে আমরা বাবা-মা হয়ে ওঠার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব।’ এই প্রসঙ্গেই সানি খোলাসা করেন বহুদিনের আলোচ্য সেই রহস্য। ছোটবেলা থেকেই তার নাকি ইচ্ছে ছিল দত্তক নেওয়ার। ২০১৭ সালে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সেই স্বপ্ন পূরণ করেন কন্যা নিশাকে ঘরে এনে। পরের বছরই সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ছেলে নোয়া ও অ্যাশর।

সোহা আলি খানের পডকাস্টে সানি লিওন। ছবি - সংগৃহীত

নিজের গর্ভে সন্তান না আনার কারণ নিয়ে সানি বলেন, তিনি কখনোই সন্তান গর্ভে ধারণ করতে চাননি। বরং শুরু থেকেই সারোগেসির মাধ্যমেই মা হওয়ার সিদ্ধান্ত নেন। মজার বিষয় হলো, যিনি তার যমজ সন্তানদের গর্ভে ধারণ করেছিলেন, তাকে নাকি প্রতি সপ্তাহে একটি মোটা অংকের অর্থ দেওয়া হতো। সেই অর্থে তিনি কিনে ফেলেন বাড়ি, এমনকি ধুমধাম করে বিয়েও করেন।

এই আলোচনায় উপস্থিত ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহোও। তিনি নারীদের স্বাস্থ্য ও মাতৃত্বের ভিন্ন পথ নিয়ে আলোকপাত করেন। সানি জানান, সন্তান জন্মের পদ্ধতি যাই হোক না কেন, মাতৃত্বের অনুভূতি সবার জন্য সমান।

সোহা আলি খানের পডকাস্টে সানি লিওন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। ছবি - সংগৃহীত

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। তখন দুজনই প্রাপ্তবয়স্ক কনটেন্টের সঙ্গে জড়িত ছিলেন। পরে মূলধারার চলচ্চিত্রে পা রাখেন তিনি। বর্তমানে তিন সন্তানকে ঘিরেই তার সংসারের খেলা জমজমাট।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.