একসময়ের পর্দা কাঁপানো অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘ সময় ধরে আমেরিকায় বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে আসেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চারবারের সাধারণ সম্পাদক ও সভাপতি আহমেদ শরীফ কয়েক বছর ধরে অনেকটাই এফডিসি-বিমুখ। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সরেজমিনে শিল্পী সমিতিতে পাওয়া যায় এই অভিনেতাকে।
তিনি জানান, শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির ডাকে সাড়া দিয়ে শিল্পী সমিতির আয়োজনে অংশ নিতে আমেরিকা দেশে ছুটে এসেছেন পরিকল্পনা ছাড়াই।
এ সময় আহমেদ শরীফ দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘মুক্তি আমাকে শিল্পী সমিতির অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, যে কারণে কিছু না ভেবেই হুট করেই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে আসি। সবার সঙ্গে দেখা করতে সমিতিতে আসা। আমার তৈরি শিল্পী সমিতি প্রথমবার দারুণ একটি উদ্যোগ নিয়েছে জেনে ভীষণ ভালো লেগেছে, যে কারণে দূর দেশ থেকে ছুটে এসেছি। এক সপ্তাহ থেকে ফের আমেরিকা চলে যাব।’
জানা গেছে, শিল্পীদের স্মরণে প্রথমবারের মতো ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের বেশ কয়েকজন সদস্য। স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’র ব্যানারে শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আগস্ট-২০২৫ সাল পর্যন্ত যেসব শিল্পীরা প্রয়াত হয়েছেন তাদের স্মরণ করবে চলচ্চিত্র শিল্পী সমিতি। এ ছাড়া জীবিত অসুস্থ শিল্পীদের জন্য করবেন দোয়া।
আগামী রোববার (৭ সেপ্টেম্বর) সমিতির আঙিনায় দিনব্যাপী কুরআন খতম, স্মরণসভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ-এর আয়োজন করেছে শিল্পী সমিতি।
আহমেদ শরীফের আসা প্রসঙ্গে মুক্তি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর যে, একটা ফোন পেয়েই মামা দেশে চলে এসেছেন। তাকে পেয়ে আমরা আনন্দিত।’
এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, রুমানা ইসলাম মুক্তি, রিয়ানা পারভীন পলি, সনি রহমান ও অভিনেতা শিবা শানু।
সর্বশেষ আহমেদ শরীফকে আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা।
-20250905124837.jpg&w=3840&q=75)
সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







