The Daily Adin Logo
বিনোদন
রূপালী প্রতিবেদক

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

সুরকার হিসেবে বড়পর্দায় অভিষেক কাজী শুভর

সুরকার হিসেবে বড়পর্দায় অভিষেক কাজী শুভর

প্রথমবারের মতো সুরকার হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলো কণ্ঠশিল্পী কাজী শুভর। পরিতোষ বাড়ৈয়ের জনপ্রিয় উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘নন্দিনী’তে তিনটি গানে সুর করার পাশাপাশি দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান রাসেল।

কাজী শুভর তিনটি গানের সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ এবং গানগুলোতে লেখা হয়েছে গীতিকার জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মুক্তি উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী শুভ, ছবির নায়িকা নাজিরা মৌ, অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেতা আজম খান, কাহিনীকার পরিতোষ বাড়ৈ ও গীতিকার জাহিদ আকবরসহ আরও অনেকে।

কাজী শুভর বলেন, “প্রথমবার সিনেমার জন্য গান সুর করেছি, তাই ‘নন্দিনী’ আমার কাছে স্পেশাল। বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে পরিচালক সোয়াইবুর রহমান রাসেল এবং সংগীত পরিচালক রাফি মোহাম্মদ খুব সহযোগিতা করেছেন। গানগুলোতে অনেক সময় ও মনোযোগ দিয়েছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। আমি আশা করি গানগুলো সবার কাছে ভালো লাগবে।”

ছবিতে কাজী শুভ সুর করেছেন ‘পরান পাখি’, ‘যাও ভেসে যাও’ এবং ‘লাল মেম’ গানগুলোতে। ‘পরান পাখি’র দুটি ভার্সন করা হয়েছে; একটি নিজে গেয়েছেন, আরেকটি গেয়েছেন সালমা।

‘যাও ভেসে যাও’ গানে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। ‘লাল মেম’ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ এবং দোলা।

সিনেমার মোট পাঁচটি গানের মধ্যে বাকিগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, স্বরলিপি ও দোলা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.