The Daily Adin Logo
বিনোদন
রূপালী প্রতিবেদক

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

‘কলকাতা আমার সেকেন্ড হোম, এখানেই পূজা উদযাপন করব’

‘কলকাতা আমার সেকেন্ড হোম, এখানেই পূজা উদযাপন করব’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকের হৃদয় জিতে নিয়েছেন, তেমনি তার কর্মব্যস্ততাও এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। দীর্ঘদিন ধরেই টালিউডে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। ঢাকার চেয়ে অনেক সময় কলকাতাতেই বেশি দিন থাকেন তিনি। এবার সে কথাই সরাসরি জানালেন জয়া আহসান নিজেই।

গত ৭ সেপ্টেম্বর কলকাতায় ফের উড়াল দেন জয়া। উদ্দেশ্য, যোগ দেওয়া এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

সেখানে যোগ দিয়ে আনন্দে আপ্লুত জয়া বলেন, ‘পূজার সময় কলকাতাকে খুব মিস করি। এমনিতেই এখন কলকাতা আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় এখানেই কাটাতে ভালোবাসি। এবারেও আমি এখানে থাকব।’

অনুষ্ঠানে জয়া সকলকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছাও জানান এবং শারদীয় উৎসবের পরিকল্পনা ভাগ করে নেন উপস্থিত অতিথিদের সঙ্গে।

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের ভূয়সী প্রশংসা করেন এই অভিনেত্রী বলেন, ‘কোনো ছবি মুক্তির পর সেটিকে জনপ্রিয় করে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।’

উল্লেখ্য, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’-সহ একাধিক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। আগামী বছর শুরু হচ্ছে কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং। এতে জয়ার চরিত্র নিয়ে দর্শকের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.