The Daily Adin Logo
বিনোদন
রূপালী প্রতিবেদক

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

হৃদরোগে আক্রান্ত শাবানার স্বামী ওয়াহিদ সাদিক

হৃদরোগে আক্রান্ত শাবানার স্বামী ওয়াহিদ সাদিক

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করেছেন এবং জরুরি ভিত্তিতে দুটি স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে বিশ্রামে আছেন।

ওয়াহিদ সাদিক গণমাধ্যমকে জানান, প্রায় তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে। এরপর দুটি স্টেন্ট বসানো হয়। চিকিৎসক আমাকে মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আমি এখন পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে শাবানা দেশে ফিরেছেন। তবে ওয়াহিদ বিষয়টি গুঞ্জব বলে জানিয়েছেন।

তার কথায়, এই সময় (অসুস্থ অবস্থায়) দেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মাস দুয়েক আগে দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু জরুরি কাজ থাকায় যাওয়া হয়নি। এরপর অসুস্থ হয়ে পড়ি। তাই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না।

অভিনেত্রী শাবানা প্রায় পাঁচ বছর আগে স্বামীসহ ঢাকায় এসেছিলেন। তখনই তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে চলে যান। ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে তিনি হঠাৎ অভিনয় থেকে দূরে সরে যান।

তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’ (পরিচালনা: আজিজুর রহমান), যা ১৯৯৭ সালে মুক্তি পায়। এরপর থেকে তিনি পরিবার নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.