The Daily Adin Logo
বিনোদন
রূপালী প্রতিবেদক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে শাকিবের ভিডিওতে বুবলী-শেহজাদ

নিউইয়র্কে শাকিবের ভিডিওতে বুবলী-শেহজাদ

আবারও আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্তানসহ রোমান্টিক মুডে ধরা দিয়েছেন এই জুটি। যা আলোচনা-সমালোচনায় সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। এবার মা-ছেলের খুনসুটির একটি রিলস ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন বুবলী। যেখানে দেখা যায়, মা-ছেলের খুনসুটি, আর ভিডিও করেছেন শাকিব খান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন বুবলী।

ভিডিওটির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাড্ডু বাপজান ভাবছে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডুটা বোঝে নাই।’

এর আগে, গত মাসে নিউইয়র্ক থেকে সন্তানসহ শাকিবের সঙ্গে ১১টি ছবি শেয়ার করেন বুবলী। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়। ছবি দেখেই বোঝা যায় ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া যায় তাদের। শাকিব বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়। বেশির ভাগ নেটিজেন তাদের প্রশংসা করেন। এরপর থেকে নেট দুনিয়ায় চর্চা হচ্ছে শাকিব খান নিজের দেওয়া কথা রাখলেন না। হঠাৎ করে শাকিব-বুবলী সম্পর্কের পুনর্জাগরণের রহস্য কী?

জানা গেছে, গ্রিনকার্ডের জন্য তাদের এক হওয়া। অনেক আগেই আমেরিকার গ্রিনকার্ড পেয়েছেন শাকিব। বুবলী সন্তানসহ আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। যে কারণে নিয়ম অনুযায়ী তাদের সেখানে বসবাস করতে হবে। তাহলেই মিলবে গ্রিনকার্ড। এ জন্যই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দূরত্ব ঘুচিয়ে এক হয়েছেন শাকিব, এমনটাই জানা গেছে।

উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশে ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন।

দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.